বর্ডার হাটের নতুন ক্রেতা বিক্রেতা কার্ডের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৩:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / 286
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুরে বালিয়ামারী বর্ডার হাটের নতুন ক্রেতা বিক্রেতা কার্ডের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর কাছে স্মারকলিপি প্রদান করেন বর্ডার হাট সংগ্রাম পরিষদ।
আজ ১৩ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকার সময় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি থাকলেও বর্ডার হাটের নতুন ক্রেতা বিক্রেতা কার্ডের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এ কারণে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মানববন্ধন না করে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, বর্ডারহাট সংগ্রাম পরিষদের নজরুল ইসলাম, মাহমুদুল হাসান টুংকু সহ আরো অনেকে।