গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস
- আপডেট সময় : ১১:২২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / 23
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস বিজিবির করা মামলায় একদিন পরেই মুক্তি পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিজিবি। সেই মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করে রাজিবপুর থানার পুলিশ।
গ্রেপ্তারের পর রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, তাকে গ্রেপ্তারের পর দুপুরেই কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে জামালপুর জাজ কোর্ট আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত বিশেষ বিবেচনায় বর্তমান চেয়ারম্যান হিসেবে ও প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১০ কেজি চাল অসহায় ও দুস্থদের মাঝে সঠিকভাবে বণ্টন করার লক্ষ্যে তার জামিন মুঞ্জর করেন। বৃহস্পতিবার (১৩ জুন) তার জামিন হলেও কাগজ জটিলতায় শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেল হাজত থেকে তিনি মুক্তি পান।
ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস বলেন, ওই সময় (২০১২ সালে) বালিয়ামারি কালাইয়ের চর বর্ডার হাটের ক্রেতা কার্ডধারী ছিলাম আমি, ভারতীয় সুপারি সঠিক নিয়মে কিনে গাড়ি করে রাজিবপুর উপজেলা এরিয়া কদমতলি বাজারে গেলে বিজিবি আমার সুপারির গাড়ি আটকে দেয়। পরে দেওয়ানগঞ্জ থানায় তারা একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালে আমি ইউপি নির্বাচন করলেও তখনো আমার নামে ওরেন্ট আসে না, কিন্তু দীর্ঘ ৫ বছর পর পুলিশ আমাকে গ্রেপ্তার করলো।
তিনি মামলাটিকে মিথ্যা মামলা হিসেবে অবহিত করেছেন। তবে এই বিষয়ে তৎকালীন বিজিবি’র কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।