রৌমারীতে ৭০ বোতল ভারতীয় মদ আটক
- আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 21
কুড়িগ্রামের রৌমারীতে ৪৬ বোতল অফিসার চয়েজ ও রয়েল স্ট্রিকের ২৪ বোতল আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চান্দারচর সীমান্ত এলাকা থেকে ৭০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
বাংলাবাজার বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবদার শফিউল আলম জানান, বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গাপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-৪ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিক বিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির টহলদল। পরে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।