উলিপুরে ২য় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 18
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি) লাইট হাউজের উদ্যোগে ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল’ ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় উপজেলা হাতিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৩৫জন নারী-কিশোরী।
প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগের মৌলিক ধারণা, দুর্যোগ পূর্ব, দুর্যোগচলাকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় এবং দুযোর্গকালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা ও প্রতিকার এবং সহিংসতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
এদিকে প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রকল্পের ধারনা ও দুযোগ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টালসহ দুর্যোগকালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-পরিচালক সাদিক আল হায়াত। দুযোর্গকালীন সময়ে যেকোন ধরনের সমস্যায় পড়লে সরকারি হট লাইন নম্বর গুলোতে (৯৯৯, ১০৯, ৩৩৩, ১০৯০) যোগাযোগ করতে বলেন তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী রোকেয়া খাতুন ও রিপকন আলী।