রৌমারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 26
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে আরডিআরএস বাংলাদেশ কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় বিএফটিডব্লিউয়ের অর্থায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা সহকারী পরিদর্শক শফিকুর ইসলাম, কারিগরী প্রশিক্ষক মাতানুর আক্তার, প্রকল্পের সিডিএস বুলেট মোহন্ত, টিবি সুপারভাইজার শহিদুল ইসলাম ও সিএম রাজিয়া সুলতানা প্রমুখ।
কমশালায় অনগ্রসরদের মাঝে সরকারি সেবাসমূহ উপাস্থাপন করেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।