রৌমারী সীমান্তে ২৯৮ পিস ইয়াবাসহ কারবারি আটক
- আপডেট সময় : ০৪:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 17
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমােন্ত ২৯৮ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪২) নামের এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা নামক সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বুধবার (১৯ মার্চ) রাতে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বুধবার দুপুর পৌনে ২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯ এমপি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকবান্দা নামক এলাকায় অভিযান চালায় খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ২৯৮ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এতে জব্দ করা হয় ১টি মোবাইল ফোন। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ রৌমারী থানায় আসামীকে জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।