রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত দিবস পালিত
- আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 11
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত দিবস পালিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে আরডিআরএস বাংলাদেশ ট্রোসা-২ প্রল্পের সহায়তায় উপজেলার যাদুরচর ইউনিয়নের জিঞ্জিরাম নদী তীরবর্তী বকবান্ধা এলাকায় এ দিবস পালন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বকবান্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, রৌমারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, রৌমারী মহিলা কলেজের প্রভাষক আক্তারুজ্জামান, সমাজকর্মী মহিউদ্দীন মহির, সংবাদ কর্মী জিতেন চন্দ্র দাস, আরডিআরএস, ট্রোসা-২ প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা খায়রন্নেসা সরকার, প্রভাষক মশিউর রহমান, বকবান্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজেদুর রহমান সবুজ।
এ সময় বক্তারা বলেন, নদ-নদী দখল ও দূষণের কারণে জলজ প্রাণী ও জীব বৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়েছে। শিল্প বজর্য, প্লস্টিক বজর্য, জাহাজি বজর্য ও কৃষি রাসায়নিকের কারণে নদী দূষণ বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তন এই সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সংকট মোকাবেলায় নদ-নদী রক্ষায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে বলে মতামত দেন তারা। নদী ভাঙন রোধ ও জলের জীব বৈচিত্র রক্ষায় লোকায়ত পদ্ধতি বাঁশের বান্ডাল স্থাপন ও নদীর পাড়ে বনায়ন করা যেতে পারে বলেও মতামত দেন তারা।