চিলমারীতে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 10
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চিলমারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোহেল মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল মিয়া উপজোলার ডেমনার পাড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, সোমবার চিলমারি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় কুড়িগ্রাম জেলার বাস, মিনিবাস,৩১৪ এর চিলমারী উপ-কমিটির সভাপতি ও চিলমারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যাবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতা, ওবিভিন্ন যানবাহন হতে চাঁদা উত্তোলন করে আসছিলেন। এতে বিপুল পরিমান অর্থের মালিক হয়েছে সোহেল মিয়া। তাকে গ্রেপ্তার করে সোমবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।