শিরোনাম :
জীবন সঙ্গীত – সৈয়দ মানজারুল ইসলাম দুলাল
- আপডেট সময় : ০৩:৪৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / 198
পৃথিবী নিষ্ঠুর!
তবুও বেঁচে আছে হাজার মানুষ
এই সংসারের মায়াজালে, অনিশ্চিত ভবিষ্যৎ
নিয়ে, চলছে তো চলছেই দিগ্বিদিক।
বিচ্ছেদ নিশ্চিত!
তবুও বন্ধনে আবদ্ধ হচ্ছে হাজার মানুষ
একটু সুখ,একটু প্রশান্তি লোভের বাসনায়
খাচ্ছে -দাচ্ছে।
মায়া মারাত্মক রোগ!
বেঁচে থাকার শক্তি নিমিষেই ধ্বংস করে দেয়।
তবুও দেখাচ্ছে নাট্যমঞ্চে বিভিন্ন কারিশমায়
উম্মুক্ত ময়দানে।
সুখ নরম বস্তু!
যেদিকে টানবে সেইদিকে যাবে
কেউ টুন টান শব্দ করে কেউ বুকেরমাঝে
আগলে রাখে।ঠিক পর্দার মতো।
নেশা বিষাক্ত!
রক্ত চুষে চুষে অমানুষ তৈরি করে।
তবুও ঠিকঠাক সমাজ চালাচ্ছে দিব্যি
দেবদূতের মতো।
মৃত্যু অবধারিত!
দেহের অঙ্গ পচতে পচতে মাটির সাথে
মিশে যায়,যেন তারই সহোদর।
তবুও চলছি ভূতের সাথে যুদ্ধ করে
অনাকাঙ্ক্ষিত স্বপ্ন আর সুখের আশায়।
ঢাকা, ১২ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ