বাংলাদেশ ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের রাতে জাঁকজমক সাজে বাকৃবি

  • আপডেট সময় : ১২:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / 109
রায়হান আবিদ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮ টি বিশ্ববিদ্যালয়ের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে আগামীকাল। ভর্তি পরীক্ষা উপলক্ষে জাঁকজমক সেজেছে বাকৃবি । এ বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর।

পরীক্ষার আগের রাত এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসের প্রধার ফটক জুড়ে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন স্টল তৈরি করেছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে হাসিমুখ, রোটার্যাক্ট, বাইডিএস। এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। এ সময় স্টলগুলো পরিদর্শন করেন বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। নিরাপত্তার জন্য প্রায় দু’শ জন নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের  পুলিশ বাহিনী বিভিন্ন পয়েন্টে নিযুক্ত রয়েছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও আমাদের সহায়তা করে থাকে।

ঢাকা, ৫ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের রাতে জাঁকজমক সাজে বাকৃবি

আপডেট সময় : ১২:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
রায়হান আবিদ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮ টি বিশ্ববিদ্যালয়ের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে আগামীকাল। ভর্তি পরীক্ষা উপলক্ষে জাঁকজমক সেজেছে বাকৃবি । এ বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর।

পরীক্ষার আগের রাত এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসের প্রধার ফটক জুড়ে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন স্টল তৈরি করেছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে হাসিমুখ, রোটার্যাক্ট, বাইডিএস। এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। এ সময় স্টলগুলো পরিদর্শন করেন বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। নিরাপত্তার জন্য প্রায় দু’শ জন নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের  পুলিশ বাহিনী বিভিন্ন পয়েন্টে নিযুক্ত রয়েছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও আমাদের সহায়তা করে থাকে।

ঢাকা, ৫ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ