শিরোনাম :
রাসূল (সাঃ) কে কটুক্তি,ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / 197
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে সোস্যাল মিডিয়া ব্লগার আসাদ নূরের ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) উপজেলার সর্বস্তরের মুসলমানদের আয়োজনে বিকেল ৫টার দিকে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে ব্লগার আসাদ নূরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন,রাজিবপুর সরকারি কলেজের প্রভাষক মাওঃ শফিকুল্লাহ ও বাঘারচর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ হাফিজুর রহমান।
বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে কিভাবে একজন সামান্য আসাদ নূর আমাদের প্রিয় রাসূল (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করে। এখনও কেন তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেন রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি।
সম্প্রতি “আসাদ নূর ব্লগ” ফেইসবুক পেইজে ১২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে রাসূল (সাঃ) কে কটুক্তি করে ভিডিওটি আপলোড করা হয়। সেখানে শুরুতেই রাসূল (সাঃ) ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়।
ঢাকা, ৭ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড