বৃষ্টিতে যবিপ্রবির বাসে শিক্ষার্থীরা ভিজে একাকার
- আপডেট সময় : ০৪:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / 232
যবিপ্রবি প্রতিনিধি: গত কয়েকদিন ধরে চট্রগ্রাম সহ দেশের দক্ষিনাঞ্চলে হচ্ছে মুষলধারে বৃষ্টি। এতে অনেকে ভোগান্তিতে পড়লেও অনেকেই করছেন বৃষ্টি বিলাশ। এমনই এক বৃষ্টি বিলাশের সুযোগ করে দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যবিপ্রবির ‘শাপলা’ নামের বাসের ছাদ থেকে টপ টপ করে পড়ছে পানি। আর বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে বাসের মধ্যে শিক্ষার্থীরা ছাতা মেলে ধরেছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবিষয়ে জানলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় দত্ত বলেন এবিষয়ে বলেন, আজকে শহর থেকে আসার সময় শাপলা বাসে উঠি। উঠে দেখি বাসের অবস্থা খুবই খারাপ। ভাঙ্গা ছাদের জন্য বাসের সেলিং দিয়ে পানি পড়তেছে। একটা অংশের পুরো সেলিং নস্ট। টপ টপ করে পানি পড়ছিলো। পানির জন্য এক সাইডের সিট সবগুলা ভিজে ছিল যার কারণে কেউ ঠিকমতো বসে আসতে পারে নাই। অনেকেই দাড়িয়ে আসছে।অনেকেই বাসের মধ্যে পানি থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা শুরু করে।এ বিষয়ে শাপলা বাসের চালককে জিজ্ঞাসা করলে ওনি বলেন, অনেক বার প্রশাসন কে অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেননি। এই বাস রাতে চলাচলের জন্য উপযুক্ত না। হেড লাইট নষ্ট, অনেক আগে থেকে বাসের ফ্যান গুলাও নষ্ট। তিনি বলেন, এ বিষয়ে আমরা কিছুই করতে পারবো না যতক্ষন না পর্যন্ত প্রশাসন কিছু করবে।’
সাদ্রিতা সরকার শশী নামের একজন শিক্ষার্থী লিখেছেন, ‘বাসে যে পরিমাণ ভিজেছি, রাস্তায় দাড়িয়েও এত ভিজি নাই’। আখি আকতার নামের আরেকজন শিক্ষার্থী লিখেছেন, সভ্যভাবে বৃষ্টি বিলাসের সুযোগ করে দিয়েছে (বিশ্ববিদ্যালয় প্রশাসন)। রাস্তায় দাড়িয়ে ভিজলে কেমন অসভ্য দেখাবে না?’
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
ঢাকা, ৭ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড