বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট সময় : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / 366
বাকৃবি প্রতিনিধি: রবিবার (২০আগস্ট) বিকেলে ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি সম্মেলন কক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আয়োজন করেছে সাহিত্য সংঘ।
প্রতিযোগিতায় ছিল ‘১৫ আগস্ট না ঘটলে কেমন হতো বাংলাদেশ’ বিষয়ে নিবন্ধ লেখা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি। নিবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান আবিদ, দ্বিতীয় হয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসকিয়া খাতুন, তৃতীয় হয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার অনন্ত। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছেন কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফসা তাসনিম, দ্বিতীয় হয়েছেন ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা বিনতে লতিফ, তৃতীয় হয়েছেন জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের শিক্ষার্থী রেদোয়ান আহমেদ। এছাড়া নিবন্ধ লেখায় প্রশংসা পুরস্কার পেয়েছেন মো রেদোয়ান আহমেদ, দেবেশ সরকার, মোছা. আফলাতুন নাহার লোনা। কবিতা আবৃত্তিতে প্রশংসা পুরস্কার পেয়েছেন শারমিন সুলতানা কেয়া, নুসাইফা আহসান এবং রায়হান আবিদ।
সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. ফাতেমা হক শিখার পরিচালনায় ও সাধারণ সম্পাদক মো মুনজুর এলাহী সৌরভের সঞ্চালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ এবং প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম ।
কুড়িগ্রাম, ২০ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ