শিরোনাম :
রাজিবপুরে নাশকতা ঠেকাতে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ মহড়া
- আপডেট সময় : ০১:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / 238
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সারাদেশে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত। সারাদেশে সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার ৩১শে অক্টোবর থেকে বৃহস্পতিবার ২রা নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি ও জামায়াত।
বিএনপি-জামায়াতের অবরোধ ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযানে কঠোর অবস্থানে ছিল কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা প্রশাসন, রাজিবপুর থানা পুলিশ, বিজিবি ব্যাটেলিয়ান জামালপুর (৩৫বিজিবি)।

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

যৌথ অভিযানের বিষয়ে রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, রাজিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমাদের মহড়া পরিচালিত হয়। কোন ধরনের যাতে নাশকতা ও অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে সবাইকে সচেতন করা হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
ঢাকা, ২ নভেম্বর (মনোযোগ প্রকাশ.কম) এমএইচ