শিরোনাম :
কুড়িগ্রাম -৪ নৌকা প্রতীকের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিলেন শফিউল আলম
- আপডেট সময় : ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 241
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে কুড়িগ্রাম -৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুল আলম বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ আজিবর রহমান, সভাপতি, উপজেলা যুবলীগ রাজিবপুর, মোঃ নুরুল ইসলাম উজ্জ্বল, সহ-সভাপতি, রাজিবপুর উপজেলা যুবলীগ, মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, রাজিবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ জাহাঙ্গীর আলম, প্রভাষক, মোঃ খায়রুল ইসলাম, সভাপতি, রাজিবপুর উপজেলা ছাত্রলীগ, সুজন মিয়া নুর, সহ-সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ। এছাড়াও আরও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি ভিডিও বিবৃতিতে শফিউল আলম বলেন, আমি একজন তৃণমূলের কর্মী। গণতন্ত্র রক্ষায় তফসিল ঘোষিত হয়েছে এর জন্য আমি এই তফসিলকে সাধুবাদ জানাই। আমার নেত্রী শেখ হাসিনা গণতন্ত্র রক্ষায় যে অঙ্গীকার করেছিল সেটি বাস্তবায়ন করেছেন। এজন্য আমার সংসদীয় আসন ২৮ কুড়িগ্রাম -৪ রাজিবপুর, রৌমারী ও চিলমারীর এলাকাবাসীর পক্ষ থেকেও ধন্যবাদ জানাই।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। তাই ৩০ নভেম্বরের আগেই দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
ঢাকা, ২১ নভেম্বর (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ