২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটি ৬৪ দিন, দেখে নিন তালিকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

ছবি: সংগৃহীত

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের প্রস্তাবিত বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী আগামী বছর মোট ৬৪ দিন ছুটি রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১২ দিন কম। গত বছর এই ছুটি ছিল ৭৬ দিন। তবে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি বহাল থাকবে।

রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ ছুটির তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী ও মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এসব সিদ্ধান্তের ফলে বাৎসরিক ছুটি কমে ৬৪ দিনে নেমে এসেছে।

তবে উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস। এসব উপলক্ষে আগামী বছরের ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন ছুটি থাকবে।

এ ছাড়া শিক্ষাবর্ষের পরীক্ষার সূচি অনুযায়ী, অর্ধ-বার্ষিক বা প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এবং ফল প্রকাশ করা হবে ২৯ জুলাই। নির্বাচনি পরীক্ষা হবে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, যার ফল প্রকাশ করা হবে ১৮ নভেম্বরের মধ্যে। বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এবং এ পরীক্ষার ফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

ছুটির তালিকায় আরও রয়েছে—পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের ছুটি।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226