কালাইয়ের চর বর্ডার হাট বন্ধ রাখতে রাজিবপুর জামায়াতের উপজেলা প্রশাসন বরাবর আবেদন
- আপডেট সময় : ০৭:৫৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / 10
রাজিবপুর প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জামায়াতে ইসলামী শাখা থেকে কালাইয়ের চর যৌথ বর্ডার হাট পুনরায় চালু না করার জন্য উপজেলা প্রশাসনের কাছে একটি বিস্তারিত আবেদন পেশ করা হয়েছে। স্থানীয় জনগণের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে বর্ডার হাট বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার অন্তর্গত বালিয়ামারী এবং ভারতের কালাইয়ের চর সীমান্তে অবস্থিত যৌথ বর্ডার হাট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সাম্প্রতিককালে এই হাটটি পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে। কিন্তু এই প্রচেষ্টায় রাজিবপুর ও পার্শ্ববর্তী রৌমারী উপজেলার জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আবেদনকারীরা বলেন, হাট পুনরায় চালু হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি হতে পারে। এছাড়া, সীমান্ত এলাকা হওয়ায় এখানে অবৈধ মাদক ব্যবসা, মদ, গাঁজা, ইয়াবা, এবং অন্যান্য মাদকদ্রব্যের বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কার্যকলাপ যুব সমাজকে বিপথগামী করবে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করবে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্ডার হাট পুনরায় চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্য বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে। ভারতের বাজার থেকে আসা পণ্যগুলোর কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে, যা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি, এটি অবৈধ অস্ত্র ব্যবসার জন্য একটি রুট হিসেবে ব্যবহৃত হতে পারে, যা উভয় দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে।
রাজিবপুর ও রৌমারী উপজেলার সচেতন নাগরিক সমাজ ও অভিভাবকরা বর্ডার হাট পুনরায় চালু হওয়ার আশঙ্কায় গভীরভাবে উদ্বিগ্ন। তারা মনে করেন, সীমান্ত হাট পুনরায় চালু হলে এই অঞ্চলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে।
উপজেলা প্রশাসনের কাছে প্রদত্ত এই আবেদনে স্থানীয় জনগণের পক্ষ থেকে বর্ডার হাট স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। আবেদনকারীরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং হাটের কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।
আবেদনপত্রের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কুড়িগ্রামের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।
এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন স্থানীয়দের মধ্যে গভীর আগ্রহ দেখা দিয়েছে।
রাজিবপুর উপজেলার জামায়াতে ইসলামী শাখা থেকে কালাইয়ের চর যৌথ বর্ডার হাট পুনরায় চালু না করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া আবেদনটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
উল্লেখ্য, রাজিবপুর ও রৌমারী উপজেলার সাধারণ মানুষ বর্ডার হাট পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় তাদের শঙ্কার কথা জানিয়ে প্রশাসনের প্রতি হাটটি বন্ধ রাখার জোরালো দাবি জানিয়েছেন।