নিজের নিরাপত্তায় গানম্যান চাইলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

নিজের নিরাপত্তায় গানম্যান চাইলেন হিরো আলম। ছবি: সংগৃহীত

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গানম্যান চেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সরকারের প্রতি এ দাবি জানান তিনি।

হিরো আলম জানান, আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী বা গানম্যান চেয়ে আবেদন করার উদ্যোগ নেবেন তিনি।

এ বিষয়ে নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। দল যেটিই হোক, জনগণের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226