ইউপি নির্বাচনে ৩৭৭ ভোট পাওয়া ভিক্ষুক মুনসুর এবার এমপি পদে স্বতন্ত্র প্রার্থী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল মুনসুর (৭১)। তার পেশা ভিক্ষাবৃত্তি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
আবুল মুনসুর উপজেলার বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অল্প বয়সে দিনমজুরের কাজ শুরু করেছিলেন তিনি। পরে রিকশা ভাড়া চালিয়ে সংসার চালানোর পর অসুস্থ হয়ে পড়ায় ভিক্ষাবৃত্তি বেছে নেন। বর্তমানে তার চার ছেলে ও এক মেয়ে, এর মধ্যে দুই ছেলে কর্মজীবী। ১৪ বছর ধরে ভিক্ষা করেই চলেছে তার সংসার।
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবুল মুনসুর এবং মাত্র ৩৭৭ ভোট পেয়েছিলেন। এরপরও তিনি থেমে যাননি। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, অতীতের নির্বাচিত এমপিরা ত্রিশালে যথাযথ উন্নয়ন কার্যক্রম হাতে নেননি। তাই তারা মনে করছেন, সৎ ও গরিব মানুষ আবুল মুনসুর নির্বাচিত হলে গরিব ও দরিদ্রদের পাশে থেকে কাজ করবেন।
মনসুর ফকির বলেছেন, “আমার বয়স হয়েছে। শরীর দুর্বল হয়ে আসছে। তাই ভিক্ষা করে সংসার চালাই। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হলে গরিবদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব।”
ত্রিশাল উপজেলায় মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৯ জন জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।