নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে পড়ল বালুর ট্রাক, নিহত ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল প্রায় ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদর উপজেলার পাকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাট উপজেলার অস্কারপুর এলাকার মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঝলমলিয়া কলাহাট এলাকা থেকে নাটোর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কলাহাটে অবস্থানরত কয়েকজন লোক হতাহত হন।

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226