শান্তর ঝড়ো সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে দিল রাজশাহী

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঝড়ো সেঞ্চুরিতে সিলেট টাইটান্সকে উড়িয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত শতরানের জুটিতে দুই বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় রাজশাহী।

শান্তর ইনিংসের শুরুটা ছিল ধীরগতির। প্রথম আট বলে মাত্র দুই রান করলেও ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে ছন্দে ফেরেন তিনি। এরপর আর থামেননি। শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিসের সুযোগে ডাবলস নিয়ে পূর্ণ করেন ঝোড়ো সেঞ্চুরি।

অন্য প্রান্তে মুশফিকুর রহিম ছিলেন সাবলীল। দুজনে মিলে ৭১ বলে ১৩০ রানের ম্যাচজয়ী জুটি গড়েন। শান্ত ৬০ বলে ১০১ রান করেন, আর মুশফিক ৩১ বলে অপরাজিত থাকেন ৫১ রানে। ১৯১ রানের লক্ষ্য তাড়া করে রাজশাহী ১৯.৪ ওভারে ২ উইকেটে তোলে ১৯২ রান।

এর আগে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে সিলেট টাইটান্স। পাওয়ার প্লেতে সাইম আইয়ুব ১৫ বলে ২৮ রান করে আউট হন। এরপর হজরতউল্লাহ জাজাই ২০ রান করে বিদায় নেন।

ওপেনার রনি তালুকদার জাজাইয়ের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। পরে পারভেজ হোসেন ইমন ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৮৬ রানের বড় জুটি গড়েন ইমন। তিনি ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৫০ রান।

আফিফ হোসেন ১৯ বলে ৩৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ৩৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন।

রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226