অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানকে কী বলবেন?

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

যুক্তরাজ্যের শিশুদের সুরক্ষায় কাজ করে দাতব্য সংস্থা ‘দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি)’। এই সংস্থা শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন বা অত্যাচার থেকে রক্ষা করার জন্য কাজ করে থাকে। পিতা-মাতারা অনলাইন নিরাপত্তা বিষয়ে সন্তানের সঙ্গে কীভাবে কথা বলবেন, এ সম্পর্কে সম্প্রতি সংস্থাটি কিছু পরামর্শ দিয়েছে।
এনএসপিসিসির পরামর্শ
আপনার সন্তানের সঙ্গে অনলাইন নিরাপত্তা সম্পর্কে কথা বলার সময় তাদের বোঝান যে, আপনি তাদের অনলাইন এবং অফলাইন উভয়ই জীবনের প্রতি আগ্রহী। আপনার সন্তান যে অনলাইন বা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছে, তা আপনাকে দেখাতে বলুন, যেন আপনি তাদের বুঝতে পারেন।
সন্তানের অনলাইন ব্যবহারের বিষয়ে ইতিবাচক হোন। তবে আপনি যে কারণগুলো নিয়ে চিন্তিত, তা সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন। আপনি বলতে পারেন ‘আমি মনে করি এই সাইটটি সত্যিই ভালো’ অথবা ‘আমি এখানে যা দেখেছি, তা নিয়ে আমি একটু চিন্তিত।’
আপনার সন্তানকে জিজ্ঞেস করুন, তারা কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তাদের সঙ্গে এমনভাবে কথা বলুন, যেন আপনার সন্তান অনলাইন বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হয়ে ওঠে।
সন্তানের অনলাইন বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারা বন্ধুদের সঙ্গে কীভাবে পরিচিত হয়েছে তা জানান।
আপনার সন্তান যে অ্যাপ্লিকেশন বা সাইট ব্যবহার করতে চায়, সেগুলো ব্যবহার করার কারণগুলো শুনুন, যা আপনার মতে উপযুক্ত নয়। যেন এসব নিয়ে একসঙ্গে কথা বলতে পারেন।
আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, তার মতে বিভিন্ন বয়সের শিশুদের জন্য কী করা উচিত? যাতে তারা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে বলে মনে করে।
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন। সেই থেকে সংস্থাটি শিশুদের সুরক্ষার জন্য কাজ করে আসছে।