রাজিবপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক
- আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 11
কুড়িগ্রামের রাজিবপুরে ১৭ পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রনি (২৫) ও মো. জাকির (২২) নামের দুই কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চর লাঠিয়াল ডাঙ্গা এলাকায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চর রাজিবপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে মাহমুদ হাসান রনি ও একই এলাকার মো. মিষ্টারের ছেলে মো. জাকির।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিওপির আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৮-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়াল ডাঙ্গা নামক এলাকা থেকে ১৭ পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রনি ও মো. জাকিরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ১টি সীম কার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৯১০ টাকা। এছাড়াও পলাতক রয়েছে ৫জন আসামী। একই দিন বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৩-৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাখনের চর এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ১৩৮ পিস ইয়াবা উদ্ধার করে বাঘার চর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান, ওই আসামীদের বিরুদ্ধে চর রাজীবপুর থানায় মামলা দায়ের করা হবে ও পুলিশের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।