চলছে ন্যাটো সম্মেলন ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া
- আপডেট সময় : ০২:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / 131
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর সম্মেলন শুরু হয়েছে লিথুয়ানিয়ায়। এর মাঝেই ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, ওই অঞ্চল পুনরুদ্ধারে তীব্র যুদ্ধ চালাচ্ছে তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে ইউক্রেনকে সদস্যপদ দিতে দেরি করায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ওপর ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র আন্দ্রে কোভালিভ বলেন, বখমুত শহরের উত্তরাঞ্চলে দুটি শহর থেকে রুশ সেনাদের পিছু হটিয়েছে ইউক্রেনের সেনারা। এ দুটি শহর গত মে মাসের শেষের দিকে দখল করেছিল রাশিয়া।
তবে বখমুতের দক্ষিণাঞ্চলে তেমন এগোতে পারেনি ইউক্রেনের সেনারা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্লিশচিভকা এখনও পুনরুদ্ধার করতে পারেনি কিয়েভ।
বিশ্লেষকরা বলছেন, এ গ্রামটি স্বাধীন করতে পারলে বখমুত যুদ্ধে সুবিধা পাবে ইউক্রেনের সেনারা।
কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করতে পেরেছে তাদের সেনারা। এ অঞ্চলে আজভ সাগর অবস্থিত। পূর্ব ইউক্রেনকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্তকারী সেতু থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ওই অঞ্চলে এগোচ্ছে ইউক্রেনের সেনারা।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্লিশচিভকা গ্রাম ও দোনেৎস্ক অঞ্চলকে লক্ষ্য করে চালানো নয়টি হামলা ঠেকানো হয়েছে।
ইউক্রেনের জেনারেল অলেক্সান্ডার টারনাভস্কি ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জানান, ওই অঞ্চলে যুদ্ধ বাড়ছে।
ইউক্রেন যুদ্ধের ৫০০ দিনের বেশি পেরিয়ে গেছে। রাশিয়া জানিয়েছে, এখন ইউক্রেন ভূখণ্ডের ১৭ শতাংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা, ১২ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ