শিরোনাম :
তোমার প্রবৃত্তি – মানজারুল ইসলাম দুলাল
- আপডেট সময় : ১২:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / 157
রক্ত নিশি ভোরে….
তোমায় দেখছি খুবই কাছে।
আসলেই আসতে পারো…
আমার আঙিনার তরে।
একমুঠো বালি দিবো…
কাঁদামাখা জলে।
দু’চোখ ভরে স্বপ্ন নিবে…
রঙিন উঠোন জুড়ে।
দেখ- দেখ অনিশ্চিত ভবিষ্যৎ
ভেবে…
আসতে পার কিনা-?
মম স্বপ্ন ঘরে।
ঢাকা, ১৬ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড