বাংলাদেশকে গাজার মতো শিক্ষা দেওয়া উচিত: বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক মন্তব্য ঘিরে দেশটির রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত শনিবার তিনি বলেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে, বাংলাদেশকেও সেভাবেই শিক্ষা দেওয়া উচিত।

শনিবার বিজেপি নেতা-কর্মী ও কয়েকজন হিন্দু ধর্মগুরুকে সঙ্গে নিয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে মিছিল করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে দুই হিন্দু ব্যক্তি দীপু দাস ও অমৃত মণ্ডল হত্যার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়। মিছিল চলাকালে দেওয়া বক্তব্যে তিনি ইসরায়েল, গাজা ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এ মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি অভিযোগ করে, শুভেন্দু অধিকারী ঘৃণা ও অসহিষ্ণুতাকে উসকে দিয়েছেন এবং তার বক্তব্য সাম্প্রদায়িক উসকানির শামিল। তৃণমূলের দাবি, এটি নগ্ন ঘৃণাভাষণ হলেও এখনো তার বিরুদ্ধে কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ এবং কংগ্রেস নেতা কপিল সিবালও এই মন্তব্যের সমালোচনা করেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদে থেকে মানুষের আবেগকে স্পর্শ করার চেষ্টা করেছেন।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অবস্থানকে প্রতিফলিত করে? তবে এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্যের সমর্থনে কোনো বক্তব্য আসেনি।

এদিকে নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বিষয়ে সংযত অবস্থান বজায় রেখেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও দুই দেশের সম্পর্ক নিয়ে চরম কোনো অবস্থানের ইঙ্গিত দেয়নি ভারত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন সামনে রেখে শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী বক্তব্য এসেছে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226