খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক ও বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুর সংবাদে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্সে শোক প্রকাশ করে বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের জন্য চিরস্মরণীয়। আমরা আশা করি, তার ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে।”

শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জানাজার দিন বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী আর আমাদের মাঝে নেই।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226