ভারতে খ্রিস্টানদের জন্য ‘ট্রাম্প ল্যান্ড’ নামে পৃথক আবাসভূমির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

ছবি: সংগৃহীত

ভারতে খ্রিস্টানদের ওপর হামলা ও নিপীড়নের অভিযোগ তুলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্য নিয়ে একটি পৃথক ও নিরাপদ খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শীখস ফর জাস্টিস (এসএফজে)। প্রস্তাবিত এই আবাসভূমির নাম ‘ট্রাম্প ল্যান্ড’ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বড়দিন উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ ওঠার পর এই প্রস্তাব সামনে আনা হয়। এসএফজের দাবি, ভারতে খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা, ভয়ভীতি ও নিপীড়নের মুখে রয়েছে, যা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ভূমির প্রয়োজনীয়তা তৈরি করেছে।

সংগঠনটি ‘ট্রাম্প ল্যান্ড’-এর একটি প্রস্তাবিত মানচিত্রও প্রকাশ করেছে। এতে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও আসাম—এই ছয়টি রাজ্যকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এসএফজের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণ অধিকারের ভিত্তিতেই এমন একটি অঞ্চল প্রতিষ্ঠা সম্ভব।

একটি ভিডিও বার্তায় এসএফজের নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা সাংস্কৃতিক, শারীরিক ও রাজনৈতিকভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করা জরুরি।

পান্নুন অভিযোগ করেন, বড়দিন উপলক্ষে ভারতের বিভিন্ন এলাকায় খ্রিস্টানদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতা, হামলা ও নিপীড়নের ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সময়ে শুধু খ্রিস্টান নয়, শিখ সম্প্রদায়ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

এসএফজের অভিযোগ অনুযায়ী, ভারতে বাইবেল প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, গির্জায় অগ্নিসংযোগ, খ্রিস্টান বসতিতে হামলা এবং উপাসনাকারীদের ভয়ভীতি দেখানোর ঘটনা বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি সংগঠনটির।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শীখস ফর জাস্টিস দীর্ঘদিন ধরে ভারতে পৃথক শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে গণভোটসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226