মেক্সিকোয় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩, আহত ৯৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় ২৫০ জন যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত ও আরও ৯৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শঞরের কাছে ঘটে।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতরা বর্তমানে বিপদমুক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় স্থানীয় কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা আরও জানিয়েছে, রেল এবং রেলওয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের সহায়তা প্রদানে কাজ করছেন।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, দুর্ঘটনার বিষয়ে তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে।

উল্লেখ্য, মেক্সিকো প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের অববাহিকায় অবস্থিত। দুই মহাসাগরের তীরবর্তী শহর ও বন্দরগুলোর মধ্যে সংযোগের জন্য ১৯৯৯ সালে মেক্সিকো সরকার ‘আন্তঃমহাসাগরীয় রেল’ চালু করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি এই রেলের অন্তর্ভুক্ত।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226