শেষ বিদায়ে মিজানুর রহমান আজহারীর কাঁধে খালেদা জিয়ার কফিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার কফিন কাঁধে তুলে নেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের মধ্যে এ দৃশ্যটি বিশেষভাবে নজর কাড়ে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং এক মিনিটের মধ্যেই তা সম্পন্ন হয়। জানাজা নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিক, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি পেশাজীবী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর বিদায়ে অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।

জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ, বাইরের প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার ও আগারগাঁও এলাকা পর্যন্ত মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226