মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

ছবি কোলাজ: মনোযোগপ্রকাশ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা মুসলিম বিশ্বের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। মুসলিম বিশ্বে কোনো নারীর জানাজায় এর আগে এত বিপুল মানুষের অংশগ্রহণ দেখা যায়নি বলে মত তাদের।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে আয়োজিত জানাজায় লাখো মানুষ অংশ নেন। সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। জনসমাগম এতটাই ব্যাপক ছিল যে কোথাও তিল ধারণের জায়গা পাওয়া যায়নি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে নীরব শোক। জানাজার আগে গুলশানের বাসভবনে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা নামাজে ইমামতি করেন।

জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশবিশেষ লাউডস্পিকারে প্রচার করা হয়। এতে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার আপসহীন নেতৃত্ব ও জনপ্রিয়তাই এই অভূতপূর্ব জনসমাগমের মূল কারণ।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হয়।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। ইতিহাসের অন্যতম বৃহৎ এই জানাজার মধ্য দিয়ে জাতি বিদায় জানাল এক প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226