কঠিন সময়ের সাক্ষী ২০২৫, স্বপ্নের ডাক দিচ্ছে ২০২৬
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম
অস্তগামী সূর্যের লাল আভায় শেষ হয়ে গেল ঘটনাবহুল ২০২৫ সাল। ভাঙন, শোক, প্রতিরোধ ও পুনর্জাগরণের নানা অধ্যায় পেরিয়ে নতুন বছরে প্রবেশ করেছে বাংলাদেশ। সময়ের স্বাভাবিক ধারার বাইরে গিয়ে এই বছরটি জাতির কাঁধে চাপিয়ে দিয়েছে অসংখ্য স্বপ্ন ও আত্মত্যাগের ভার।
বিদায়ী বছরটি ছিল দেশের জন্য এক কঠিন পরীক্ষার সময়। শোক আর সংগ্রাম পাশাপাশি চলেছে। গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশজুড়ে গভীর শোকের আবহ সৃষ্টি করে। কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় স্পষ্ট হয়েছে—তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, ছিলেন মানুষের আবেগের অংশ।
এর মধ্যেই পরিস্থিতিকে আরও ভারী করে তোলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড। এই ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং স্পষ্ট বার্তা দেয়—অন্যায় আর নিঃশব্দে মেনে নেওয়ার মানসিকতা থেকে মানুষ সরে আসছে।
সব বেদনা ছাপিয়ে ২০২৫ প্রমাণ করেছে, এই জাতি কখনো মাথা নত করে না। শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। ক্ষতবিক্ষত বাস্তবতার মাঝেও বাংলাদেশ দাঁড়িয়ে আছে পরিবর্তনের দ্বারপ্রান্তে, নতুন এক পুনর্জাগরণের অঙ্গীকার নিয়ে।
২০২৫ ছিল না আত্মসমর্পণের বছর; ছিল জেগে ওঠার বছর। এই রূপান্তরের পথে বহু পরিবার হারিয়েছে আপনজন, থমকে গিয়েছিল জীবিকার গতি, ক্ষতবিক্ষত হয়েছে স্বপ্ন। এসব ক্ষত আজ জাতীয় চেতনার অংশ হয়ে উঠেছে।
এই যন্ত্রণাই এখন শক্তির উৎস। পুরোনো ও জীর্ণ ব্যবস্থার ফাটল গলে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা। যেখানে একসময় হতাশা ও দুর্নীতির ছায়া ছিল, সেখানে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ন্যায়বিচার, সুযোগ ও ঐক্য।
রাষ্ট্র গঠনের এই সংগ্রাম কেবল সরকারের নয়—মানুষ নিজেই এখন পরিবর্তনের চালিকাশক্তি। বিশেষ করে তরুণ সমাজ, যারা আন্দোলনের অগ্রভাগে ছিল, তারাই আগামীর বাংলাদেশের নির্মাতা হিসেবে সামনে এগিয়ে আসছে।
নতুন বছরের প্রথম আলোয় বদলাচ্ছে দৃশ্যপট। উত্তাল রাজপথে এখন শোনা যাবে স্বপ্ন নির্মাণের দৃঢ় পদচারণা। ২০২৬ শুধু ক্যালেন্ডারের নতুন পাতা নয়, এটি একটি জাতির নতুন যাত্রার সূচনা।
এই বছরে বাংলাদেশ কেবল টিকে থাকার লক্ষ্য নয়, বরং উন্নয়ন, ন্যায় ও মর্যাদার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েছে। অসম্পূর্ণতা থাকলেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আর স্বপ্ন গড়ার দৃঢ়তাই এখন দেশের পরিচয়।
এরই মধ্যে সামনে রয়েছে আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়—আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সর্বকালের সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে শুরু হতে পারে নতুন রাজনৈতিক অধ্যায়।
শোকের ভার ঝেড়ে বাংলাদেশ আজ সামনে তাকাচ্ছে। অদম্য প্রাণশক্তি ও অটুট আশার ভরসায় দেশ এগিয়ে যাচ্ছে তার কাঙ্ক্ষিত সোনালি ভবিষ্যতের পথে।