ভারতের কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছেন জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রনীতিতে ভারসাম্যতা নিশ্চিত করতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। ভারত বা পাকিস্তান—কোনো দেশের প্রতিই একতরফা ঝোঁক নেই বলে স্পষ্ট করেন তিনি। এ প্রসঙ্গেই তিনি ভারতের কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠকের বিষয়টি উল্লেখ করেন।

জামায়াত আমির আরও বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র চাই। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সম্মিলিতভাবে সরকার পরিচালনা সম্ভব।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত দল এনসিপির জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। এসব আলোচনা জামায়াত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে বলেও জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের চায়ের দোকান থেকে শুরু করে পাঁচ তারকা হোটেল—সব জায়গার আলোচনাই জামায়াত গুরুত্ব দেয়। এ প্রেক্ষাপটে বিএনপির পর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দুর্নীতিবিরোধী অবস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ছাড়া কোনো ঐক্য সরকার টেকসই হতে পারে না। জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী নীতি হবে অন্যতম প্রধান ভিত্তি।

জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন—এমন প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, সবচেয়ে বেশি আসন পাওয়া দল থেকেই প্রধানমন্ত্রী হবেন। জামায়াত সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না, সে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। তরুণদের নেতৃত্বে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করছে।

উল্লেখ্য, ২০১৩ সালে আদালতের রায়ে নির্বাচন থেকে নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে নেয়। এর মাধ্যমে দলটি আবারও মূলধারার রাজনীতিতে ফিরে আসে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226