রৌমারীতে ১১৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি
- আপডেট সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / 11
কুড়িগ্রামের রৌমারীতে ১১৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় ৮১ বোতল ভারতীয় মদ ও চান্দারচর এলাকায় ৩৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-৪ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নওদাপাড়া এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৮১ বোতল ভারতীয় মদ আটক করে রৌমারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ও একই দিন আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-৫ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চান্দারচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ আটক করে বাংলাবাজার ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।#