নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিচার ও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে রাজিবপুরে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১১:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 14
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিচার ও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী “MARCH FOR JUSTICE” কর্মসূচির অংশ হিসেবে রাজিবপুর কলেজ শাখার নেতাকর্মীরা রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
আজ ( ৬ ফেব্রুয়ারি) রাজিবপুর করেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক পলাশ মাহমুদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
স্মারকলিপি প্রদানকালে রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের প্রতি অনুরোধ জানান, যদি ছাত্র জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো অপরাধী এখনো কলেজে অধ্যয়ন করে, তবে তাদের বিচারের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রনেতা হাবিবুল্লাহ হাবিব বলেন “গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাই, যেন ছাত্র হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। যারা শিক্ষাপ্রতিষ্ঠানে থেকে এই ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
রাজিবপুর ডিগ্রি কলেজ প্রশাসনের পক্ষ থেকে অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, তারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের পদক্ষেপ নেবেন।
রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতারা জানান, ” MARCH FOR JUSTICE” কর্মসূচির অংশ হিসেবে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একই ধরনের স্মারকলিপি প্রদান করবেন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন।