চিলমারীতে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / 145
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ও দিপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগীতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (২১ আগষ্ট) সোমবার সকালে উপজেলার হ্যালিপ্যাড মাঠে চক্ষু শিবির শুরুতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো: জামিনুল হক, সহ-সভাপতি মোঃ মোঃ আব্দুস সাত্তার, দিপ আই কেয়ার ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাক্তার রহিত, ফিল্ড অফিসার মিজানুর রহমান বকুল, সহকারী শিক্ষক মোঃ রেজাউল করীম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা সফিউল আলম মিলন, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ্ আমীন দুলাল প্রমুখ।
এসময় ফিল্ড অফিসার মিজানুর রহমান জানান, দিপ আই কেয়ার ফাউন্ডেশন অসহায় মানুষদের চক্ষু চিকিৎসায় দির্ঘদিন ধরে কাজ করে আসছে। আমরা প্রতিনিয়ত বিনামুল্যে চক্ষু শিবিরের আয়োজন করে থাকি। এখানে যেসকল রোগীর সাধারন সমস্যা আছে তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আর যাদের চোখে ছানি সমস্যা আছে তাদের আমরা আমাদের ফাউন্ডেশনের তত্বাধানে বিনামুল্যে ছানি অপারেশন করা হবে। সেক্ষেত্রে রোগীর কোন খরচ দিতে হবে না। রোগীর রংপুর যাওয়া-আসা ও থাকা খাওয়া সকল খরচ বহন করবে দিপ আই কেয়ার ফাউন্ডেশন।
কুড়িগ্রাম, ২১ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ