নতুন এমপিও নীতিমালা প্রকাশ, শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ প্রকাশ করা হয়েছে। নীতিমালাটি রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয়।
নতুন নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতায় বড় পরিবর্তন আনা হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতা ও ১৩ বছরের শিক্ষকতা, এবং সহকারী প্রধান শিক্ষক পদে দুই-তিন বছরের অভিজ্ঞতা ও ১৫ বছরের শিক্ষকতা থাকা শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।
নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে তাকে এমপিওভুক্তির জন্য বিবেচনা করা হবে না। ৬০ দিন অতিবাহিত হলে ওই পদ শূন্য ঘোষণা করে নিয়ম অনুযায়ী নতুন নিয়োগ করতে হবে।
নতুন জনবল কাঠামো অনুযায়ী, বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগের নতুন শাখা খোলার জন্য ন্যূনতম ২৫ জন ছাত্রছাত্রী প্রয়োজন। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম ৩০ ও বিজ্ঞান বিভাগের জন্য ২০ জন শিক্ষার্থী থাকতে হবে।
পুরো নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।