৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারের শূন্য পদে নিয়োগ, ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁও কার্যালয়ে এখন ব্যস্ততা চোখে পড়ার মতো। একাধিক বিসিএস পরীক্ষা ও অভ্যন্তরীণ নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুতির পাশাপাশি ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের কাজও তৎপরতার সঙ্গে চলছে। শিক্ষা ক্যাডারের জন্য আয়োজন করা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২১ জুলাই ২০২৫-এ, আর লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১০ অক্টোবর। পিএসসি জানিয়েছে, প্রশাসনিক জটিলতা না থাকলে এই সপ্তাহেই ফল প্রকাশ সম্ভব, অন্যথায় পরের সপ্তাহে নিশ্চিতভাবে প্রকাশ করা হবে।
৪৯তম বিশেষ বিসিএসে মোট ৬৮৩টি শিক্ষা ক্যাডারের পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী, যা প্রতি পদের জন্য গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রমাণ করছে এই পরীক্ষার প্রতিযোগিতার মাত্রা। সরকারি কলেজ ও মাধ্যমিক শিক্ষায় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। একাধিক শিক্ষাবিদ মনে করছেন, এই বিসিএস দ্রুত সম্পন্ন না হলে শিক্ষার মানে প্রভাব পড়বে।
পিএসসি বর্তমানে একসঙ্গে চারটি বিসিএস পরীক্ষা পরিচালনা করছে। এর মধ্যে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৫৫৮ জন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে, এখন চলছে উত্তরপত্র মূল্যায়ন। মৌখিক পরীক্ষার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বরের ১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছে, অংশ নিয়েছে ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী। লিখিত প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলছে এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি মাসের মধ্যেই প্রকাশ হবে।
পিএসসি গত বছর থেকে লক্ষ্য করেছে, এক বছরে একটি বিসিএস সম্পন্ন করা। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কমিশন নির্ধারিত সময়সূচি মেনে কাজ করছে। ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন এমন তরুণ প্রার্থীদের জন্য এক বিশেষ সুযোগ, যারা দেশের শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিতে আগ্রহী।