সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকার অপরাধগুলো আমলে গ্রহণ করে থাকেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রেরিত মামলাগুলোর বিচার পরিচালনা করেন।

এছাড়া, তারা পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন ও রিমান্ড শুনানি, বিভিন্ন বিশেষ আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা, এফিডেভিট সম্পাদনসহ একাধিক প্রশাসনিক ও আইনি দায়িত্ব পালন করে থাকেন। এসব অতিরিক্ত দায়িত্বের কারণে ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাজের জন্য পর্যাপ্ত সময় দিতে পারছেন না।

বিচারকার্য দ্রুত সম্পন্ন ও বিচারপ্রাপ্তির সময়সীমা কমানোর লক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রশাসন নির্দেশ দিয়েছে— বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে কিছু আদালতকে শুধুমাত্র বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে শুধুমাত্র আমলি আদালত হিসেবে নির্ধারণ করতে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226