চেক প্রতারণা মামলায় সিরাজগঞ্জের প্রধান শিক্ষিকার তিন বছরের কারাদণ্ড

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম

সিরাজগঞ্জে চেক প্রতারণার পৃথক তিনটি মামলায় তাড়াশ উপজেলার চক জয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মিশকাত শুকরানা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন মন্টু ও পেশকার আব্দুল রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকা মমতাজ মহল ২০২২ সালে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেওয়ায় একাধিকবার শালিশি বৈঠক হয়। পরবর্তীতে তিনি তাড়াশ শাখার পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে তিনটি চেক দেন, কিন্তু সেগুলো জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ চেকগুলো ডিজঅনার করে।
আইনি নোটিশ পাওয়ার পরও অর্থ পরিশোধ না করায় বাদীরা অর্থঋণ আদালতে তিনটি পৃথক মামলা করেন। আদালত শুনানি শেষে প্রতিটি মামলায় এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড এবং সমপরিমাণ জরিমানা করেন।
তবে রায় ঘোষণার সময় মমতাজ মহল আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জানান, আইনজীবীর মাধ্যমে রায়ের খবর শুনে বাড়িতে ফিরে গেছেন।