আদালতে বিচার চলাকালে বিচারকের খাস কামরা থেকে আইফোন ও মানিব্যাগ চুরি

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম

কক্সবাজারের আদালতে বিচার চলাকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে আইফোনসহ দুটি মোবাইল, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বিচারক আদালত পরিচালনাকালীন সময়ে নিজের খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা খাস কামরায় ঢুকে ব্যাগ থেকে আইফোন-১৪, ভিভো-১২ মডেলের আরেকটি মোবাইল, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া দুটি মোবাইলের বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, “আদালত চলাকালীন সময়ে বিচারকগণ নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও অতিরিক্ত জজ মহোদয় একই নিয়মে মোবাইল ও মানিব্যাগ রাখেন। সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তি দরজা খুলে সবকিছু নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।”
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, “মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।”