মনোনয়ন বেচাকেনা বন্ধ না হলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না: দুদক চেয়ারম্যান

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ না করতে পারলে দেশে কখনোই দুর্নীতি নির্মূল হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, যেন কোনো দুর্নীতিবাজ ব্যক্তি নির্বাচনে মনোনয়ন না পায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)’ আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে কিছু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বশান্ত করার চেষ্টা করেছে। তবে দুদক ভয়ভীতিহীনভাবে এসব দুর্নীতির তদন্ত পরিচালনা করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সহজ নয়, তবে দুদকসহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করছে। সাংবাদিকদের ভূমিকার দিকেও তিনি গুরুত্বারোপ করেন। বলেন, “রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব। এজন্য সাংবাদিকদের সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, কারণ নৈতিকতার জায়গায় কোনো আপোস করা চলে না।”