অবৈধ গ্যাস ব্যবহারে জিরো টলারেন্স: কড়া বার্তা পেট্রোবাংলার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম

ছবি: সংগৃহীত

অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং অনুমোদন ছাড়াই অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম সংযোজনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের অনিয়ম বন্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রবিবার (১২ অক্টোবর) এক সরকারি বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, কিছু দুষ্কৃতিকারী পাইপলাইন ছিদ্র করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছে, যা গুরুতর অপরাধ। একইভাবে, অনেক গৃহস্থালি ও শিল্প গ্রাহক অনুমতি না নিয়ে অতিরিক্ত চুলা বা গ্যাস সরঞ্জাম ব্যবহার করছেন। এসব অপরাধের জন্য গ্যাস আইন, ২০১০ অনুযায়ী জেল ও জরিমানার কঠোর বিধান রয়েছে।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহারকারী ছাড়াও সংশ্লিষ্ট কারখানা, ভবন বা জমির মালিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী মামলা দায়ের ও থানায় এজাহার দাখিল করা হবে।

জিরো টলারেন্স নীতির আওতায় গ্যাস বিতরণ কোম্পানিগুলো নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং অভিযানের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ সংযোগ ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে।

সংস্থাটি দেশের নাগরিকদের সতর্ক করে বলেছে, “অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া বা অনুমতি ছাড়া অতিরিক্ত চুলা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি শুধু আইনি অপরাধ নয়, জাতীয় সম্পদের অপচয়ও।”

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226