সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাসভবন এখন কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বাসভবনটি তারা ভাড়া নিয়ে কিন্ডারগার্টেন হিসেবে পরিচালনা করছেন।
স্কুলের মূল মালিক অধ্যক্ষ আবদুল বাসেত, যিনি ১৯৮৭ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। বিদ্যালয়ের পার্টনার নঈম আহমেদ, যিনি জিল্লুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে। নঈম আহমেদ বাসভবনটি ভাড়া দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর জিল্লুর রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপনের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে প্রায় এক বছর বাড়িটি পরিত্যক্ত ছিল। এই সময় কোনো সংস্কার হয়নি এবং প্রধান গেটটি তালাবদ্ধ ছিল।
অধ্যক্ষ আবদুল বাসেত জানিয়েছেন, ৫ আগস্টের পর বাসভবনটি দুর্বৃত্তদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি ব্যয় করে বাড়িটি সংস্কার করেছেন, নিচতলার ভাড়া নিয়েছেন, কিন্তু দোতলা ভাড়া নেওয়া হয়নি। এখন শিক্ষার্থীদের পদচারণায় বাড়িটি ব্যবহার হচ্ছে এবং স্কুল পরিচালনার জন্য নিরাপদ।