পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াজির মোহাম্মদের মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম

পাকিস্তান ক্রিকেটের শুরুর যুগের অন্যতম তারকা এবং বিখ্যাত ‘মোহাম্মদ ভাইদের’ মধ্যে জ্যেষ্ঠ সদস্য ওয়াজির মোহাম্মদ আর নেই। ৯৫ বছর বয়সে যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার (১৩ অক্টোবর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।
দীর্ঘদিন ধরে বার্মিংহ্যামে বসবাস করছিলেন ওয়াজির মোহাম্মদ। পাকিস্তানের হয়ে তিনি ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ৮০১ রান করেছেন। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে পাকিস্তান ক্রিকেটের ভিত্তি গঠনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক শোকবার্তায় পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেন, “পাকিস্তান ক্রিকেটে ওয়াজির মোহাম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি।”
পাকিস্তান ক্রিকেট ইতিহাসে ‘মোহাম্মদ ভাইয়েরা’ এক অনন্য অধ্যায়। সেই পরিবার থেকেই এসেছেন কিংবদন্তি ব্যাটার হানিফ মোহাম্মদ, যিনি এক ইনিংসে ৪৯৯ রানের ঐতিহাসিক রেকর্ড গড়েছিলেন। সেই হানিফের বড় ভাই ছিলেন ওয়াজির মোহাম্মদ, যিনি নিজেও পাকিস্তান ক্রিকেটে ছিলেন এক সম্মানিত ও শ্রদ্ধেয় নাম।