বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলো। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে তিনি নিজ সিদ্ধান্ত কার্যকর করেন। তামিমের এই পদক্ষেপ আসে কয়েকদিন ধরে চলা সমঝোতা প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর।

মঙ্গলবার রাতে ক্লাব কোটায় পরিচালক পদে ভাগাভাগির চেষ্টা ব্যর্থ হওয়ায় তামিমসহ অনেক প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। এছাড়া, বিসিবি সাবেক সভাপতি ফারুক আহমেদ ১৫ বিতর্কিত ক্লাবের বিরুদ্ধে আদালতে রিট করলে, আদালত ওই ক্লাবগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন। এই কারণে ১৫ ক্লাবের কাউন্সিলারদের নির্বাচনে অংশগ্রহণ জটিল হয়ে ওঠে।

বিসিবি নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন জানান, “আদালতের নির্দেশনা অনুযায়ী সকলকে চলতে হবে। কোনো পক্ষও নির্দেশনার বাইরে যেতে পারবে না।”

পরিস্থিতি বিবেচনায়, ১৫ ক্লাবের ভোট বাতিল হলে তামিম ইকবাল ও তার প্যানেলের বড় শক্তি হ্রাস পায়। সব বিষয় বিবেচনা করে তামিম ইকবাল বুধবার রাতে এই সিদ্ধান্ত নেন এবং সকালেই তা কার্যকর করেন। নির্বাচন কমিশন আজ বিকেলের মধ্যে বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন। নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ৬ অক্টোবর।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226