ক্রীড়া উপদেষ্টার ঘোষণা: সাকিব আল হাসান আর কখনো খেলবেন না বাংলাদেশের হয়ে

মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রধান তারকা সাকিব আল হাসান, যিনি ব্যাট-বলে শুধু দেশের ক্রিকেটে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দীর্ঘদিন শীর্ষে ছিলেন, এবার জাতীয় দলের জার্সিতে আর মাঠে ফিরবেন না বলে জানা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়েছেন।
ক্রীড়া উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, সাকিব আর কখনো বাংলাদেশের পতাকা বহন করতে পারবে না। তিনি বলেন, “বাংলাদেশের জার্সি বহন করা তার জন্য কোনোভাবেই সম্ভব নয়। বিসিবিকে এবার থেকে স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো জাতীয় দলে খেলতে পারবেন না।”
এর পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সাকিব রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত। উপদেষ্টা বলেন, “যতবার তিনি দেশে ফিরে খেলার জন্য চেয়েছেন, বলেছিলেন, ‘আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে, আমি রাজনীতির সঙ্গে জড়িত নই, শুধু এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।’ কিন্তু আসল সত্য হলো, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।”
বিতর্কের সূত্রপাত ঘটে গত রোববার সাকিবের একটি ফেসবুক পোস্ট থেকে। ওই পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন, আপা।” এই পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ও আসিফের মধ্যে ভার্চুয়াল তর্ক শুরু হয়।
পেছনের ঘটনাবলি বিবেচনা করলে দেখা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সাকিব দেশের বাইরে ছিলেন। এরপর তিনি দেশে ফিরতে পারেননি এবং নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও নানা মামলা ও অভিযোগে জড়িত ছিলেন। এদের মধ্যে রয়েছে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারি এবং দুদকের মামলা।
সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ঘটনার পর এবার স্পষ্ট হয়ে গেল, বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের যাত্রা সমাপ্ত। এর ফলে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তার অভাব সুস্পষ্টভাবে অনুভূত হবে।