“বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ: ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ”

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নানা বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠলেও তিনি দাবি করেছেন, এসব অভিযোগ সত্য নয়, বরং একটি অদ্ভুত ঘটনাও ঘটেছে—বিসিবির নির্বাচন নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির কাছেও নালিশ পৌঁছেছে।

বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তামিম ভাইসহ বিএনপিপন্থি কিছু ক্রীড়া সংগঠক। তারা সভাপতি, সম্পাদকদের মাধ্যমে ডিসিদের চাপ দিয়েছেন কাউন্সিলর দেওয়ার জন্য। ফোন কল, ধমক-সবই হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে ফিক্সিং করতে ব্যর্থ হয়েছেন।”

বিরাট কোহলি প্রসঙ্গে তিনি বলেন, “কেউ একজন ফোন করে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে। পরে কোহলি বিষয়টি গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। আমি বলব, এমন অভিযোগ বাইরে নেওয়া ঠিক নয়। এটা দেশের জন্য লজ্জাজনক।”

এসময় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করার অভিযোগও নাকচ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “পাপন ভাইয়ের সময় কাউন্সিলর হতেন আওয়ামী লীগের নেতা কিংবা তাদের আত্মীয়রা, যাদের সঙ্গে ক্রীড়া সংস্থার কোনো সম্পর্কই ছিল না। অথচ এখন আমরা ক্রীড়া সংগঠকদের সামনে এনেছি। তাই পাপন ভাইয়ের ছক আমার সঙ্গে তুলনা করা ঠিক নয়।”

এছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজ্জাক প্রসঙ্গে তিনি জানান, “রাজ্জাক ভাই আমার কোনো ব্যক্তিগত কিছু না। ওনার সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়েছিল প্রায় এক বছর আগে, যখন তিনি বোর্ডে কাজ করতেন।”

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226