নকল ফেয়ারনেস ক্রিমে বাড়ছে ক্যানসার ও কিডনির ঝুঁকি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম

ছবি: সংগৃহীত

চেহারা দ্রুত ফর্সা করার আশায় নকল ও ভেজাল ক্রিম ব্যবহারে নিজেদের অজান্তেই মরণব্যাধির দিকে ঠেলে দিচ্ছেন অনেক নারী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভেজাল কসমেটিকস ব্যবহারজনিত কারণে ক্যানসার, কিডনি রোগ, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।

সম্প্রতি বিএসটিআই রাজধানীর চকবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা যায়, এসব পণ্যে নির্ধারিত মাত্রার চেয়ে আড়াই হাজার গুণ বেশি পরিমাণ ক্ষতিকর হাইড্রোকুইনোন নামক রাসায়নিক পদার্থ রয়েছে। বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী প্রতি কেজি কসমেটিকস পণ্যে সর্বোচ্চ ৫ মিলিগ্রাম হাইড্রোকুইনোন থাকার অনুমতি রয়েছে, এর বেশি হলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্রিম ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই চেহারা ফর্সা দেখালেও দীর্ঘমেয়াদে তা কিডনি, লিভার ও স্কিন ক্যানসারের মতো ভয়াবহ রোগের কারণ হতে পারে। বিশ্বের বহু দেশে হাইড্রোকুইনোনযুক্ত পণ্য নিষিদ্ধ থাকলেও বাংলাদেশে এখনো এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ক্রিম, লিপস্টিক ও স্কিন পাউডার বিক্রি করছে।

বিএসটিআইয়ের পরিচালক সাইফুল ইসলাম জানান, নকল কসমেটিকস ব্যবহারে মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এ ধরনের পণ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএসটিআই মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম নির্দেশ দিয়েছেন, ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছু অসাধু ডাক্তারও এসব নকল ক্রিম ব্যবহারের পরামর্শ দেন এবং কমিশন গ্রহণ করেন। মহাখালী গ্যাসট্রোলিভার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডা. এনামুল করিম বলেন, “চেহারা উজ্জ্বল করার নামে এসব ভেজাল পণ্য ব্যবহারেই দেশে লিভার ও স্কিন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।”

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি সতর্ক করে বলেন, এসব বিষাক্ত ক্রিম নারীদের গর্ভপাতের ঝুঁকি বাড়ায়, এমনকি গর্ভস্থ শিশুরও ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আবুল হাসনাত বলেন, “হাইড্রোকুইনোনযুক্ত পণ্য ব্যবহারে ক্যানসার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কসমেটিকস ব্যবহার করা বিপজ্জনক।”

বিশেষজ্ঞদের মতে, নকল ও ভেজাল প্রসাধনী থেকে বিরত থাকা এবং সরকার ঘোষিত নিরাপদ পণ্য ব্যবহারের অভ্যাসই এই বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক হতে পারে।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226