হঠাৎ লিঙ্গ পরিবর্তন সম্ভব না: বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিকোণ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

 

কয়েকবার আমাদের সমাজে শোনা যায় এমন খবর, ‘সে এক রাতেই ছেলে থেকে মেয়ে হয়ে গেছে!’ শুনলেই অনেকেই চমকে ওঠেন। কিন্তু বাস্তবে এটি একটি ভুল ধারণা। মানুষের লিঙ্গ পরিচয় হঠাৎ করে পরিবর্তিত হয় না। এই পরিবর্তন কোনো ম্যাজিক নয়-বরং এটি আত্ম-অনুসন্ধান, মানসিক প্রস্তুতি এবং দীর্ঘ সময় ধরে চলা চিন্তাভাবনার ফল।

শৈশব থেকে কৈশোর এবং প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত দীর্ঘ যাত্রায় একজন শিশু ধীরে ধীরে বুঝতে শেখে সে কে, কী চায় এবং নিজেকে কিভাবে উপস্থাপন করবে। কেউ ছোটবেলায় নিজের লিঙ্গ পরিচয় বুঝতে পারে, আবার কারো ক্ষেত্রে এটি একটু দেরিতে ঘটে। নাম পরিবর্তন, পোশাক, আচরণ বা সর্বনাম (he/she/they) বেছে নেওয়ার পেছনে থাকে মানসিক প্রস্তুতি, হরমোনজনিত প্রভাব, পারিবারিক ও সামাজিক শিক্ষা—সব মিলিয়ে এটি এক জটিল মানবিক প্রক্রিয়া।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে, লিঙ্গ পরিচয় কারও ইচ্ছেমতো গঠিত নয়। এটি জৈবিক, মানসিক এবং পরিবেশগত কারণে ধীরে ধীরে গড়ে ওঠে। তাই জেন্ডার ডিসফোরিয়া, LGBTQ+পরিচয় এবং মানসিক চাপ বিষয়ে সঠিক বোঝাপড়া তৈরি করা জরুরি। সমাজ যদি এই বিষয়গুলোকে বৈজ্ঞানিক চোখে দেখে, বিভ্রান্তি, বৈষম্য ও রেষারেষি অনেকটাই কমবে। এতে পারস্পরিক সম্মান ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়বে।

নিউরো বিজ্ঞানও প্রমাণ করেছে, লিঙ্গ পরিচয়ের গঠন অনেকাংশে মস্তিষ্কের উপর হরমোনের প্রভাবে নির্ভর করে, যা শুরু হয় মাতৃগর্ভ থেকেই। গর্ভকালীন সময়ে অ্যান্ড্রোজেন ও এস্ট্রোজেন হরমোন মস্তিষ্কের নির্দিষ্ট অংশে প্রভাব ফেলে, যা পরবর্তীতে শিশুর লিঙ্গ পরিচয় ও আচরণে ভূমিকা রাখে। জৈবিক লিঙ্গ ও লিঙ্গ পরিচয়ের মধ্যে জটিলতা দেখা দিলে, মস্তিষ্কের গঠন ও হরমোন-সংবেদনশীল অংশে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা গেছে।

ইসলামের দৃষ্টিকোণ থেকেও লিঙ্গ বৈচিত্র্যকে সম্মান করা হয়েছে। আল্লাহর সৃষ্টি ও ফিতরাতকে শ্রদ্ধা করার শিক্ষা দেওয়া হয়েছে। নবী করিম (স.) এর যুগেও লিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন মানুষ সমাজে উপস্থিত ছিলেন এবং তাঁদের প্রতি অবমাননাকর আচরণ কখনও উৎসাহিত করা হয়নি। ইসলাম সর্বদা মানবিকতা ও ন্যায়বিচারকে গুরুত্ব দেয়।

অতএব, অতিরঞ্জিত খবর, ভুল ব্যাখ্যা বা ঘৃণামূলক আচরণের পরিবর্তে আমাদের উচিত বৈজ্ঞানিক, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে LGBTQ+ বিষয়গুলো বোঝা এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও সহায়তা প্রদান করা।

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড (রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন),
চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: +8801948-645226